<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চমক দেখান আলিস আল ইসলাম। ড্রাফটে দল না পাওয়া এই ক্রিকেটারকে আসর শুরুর পর দলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুযোগও পান খেলার, সেটি লুফে নিয়ে ৮ ম্যাচে ৯ উইকেট নেন এই রহস্যময় স্পিনার। বোলিংয়ের ধরন ও রান আটকানোর কৌশলের জন্য জাতীয় দলেও ডাক পেয়ে যান তিনি। তবে চোটের কারণে বাংলাদেশের জার্সি গায়ে ওঠেনি তাঁর। এবারের বিপিএলে আবার সুযোগ নিতে মুখিয়ে আছেন এই তরুণ। আলিসের সঙ্গে বিপিএলে তারকাখ্যাতি কুড়ানোর অপেক্ষায় আছেন আরো বেশ কয়েকজন ক্রিকেটার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩ এশিয়া কাপের আগে একটি সংবাদ সম্মেলনে বেশ আক্ষেপ করে সাকিব আল হাসান বলেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবছর বিপিএল থেকে অন্তত দুটি করে খেলোয়াড় উঠে আসুক। আমি তো এখন পর্যন্ত (মোহাম্মদ) সাইফউদ্দিন বা শেখ মেহেদী (হাসান) ছাড়া কাউকে উঠে আসতে দেখিনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সে বছর বিপিএলে ১৩ ম্যাচে ১৪০-এর ওপর স্ট্রাইক রেটে ৪০৩ রান করে জাতীয় দলে জায়গা পান তাওহিদ হৃদয়। এ ছাড়া বিপিএল দিয়ে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন ইলিয়াস সানি, আবু হায়দার, আরিফুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, হাসান মাহমুদ, আফিফ হোসেন ও জাকের আলীর মতো ক্রিকেটাররা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবারের বিপিএলেও আলো কাড়ার মতো বেশ কয়েকজন ফরচুন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের চোখে পড়েছেন। এঁদের মধ্যে দুর্বার রাজশাহীর ওপেনার জিসান আলমকে আলাদা করে রাখতে চাইলেন তিনি, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিসানের কথা আলাদা করে বলতে হবে। টি-টোয়েন্টি খেলার যে ধরন, সেটা ও বেশ ভালোভাবে ধরতে পেরেছে। এনসিএল টি-টোয়েন্টিতে সেটা করেও দেখিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সদ্যঃসমাপ্ত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে সিলেটের হয়ে ৭ ইনিংসে ১৫৮ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান করেন জিসান, যেখানে টুর্নামেন্ট-সর্বোচ্চ ২২টি ছক্কা তাঁর ব্যাটেই। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিসানের পাশাপাশি আজিজুল হাকিম, আরিফুল ইসলাম ও হাবিবুর রহমানও আলোচনার কেন্দ্রে চলে আসতে পারেন বলে মনে করেন মিজানুর, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তামিম (আজিজুল) ছেলেটার খেলা কিছুটা দেখেছি এবারের এনসিএলে। ওকে নিয়ে এখনো কাজ করা হয়নি। তবে যেটুকু দেখেছি, বেশ প্রতিশ্রুতিশীল মনে হয়েছে। এ ছাড়া আরিফুল আছে, আমার দলে খেলবে এবার। নিজের দিনে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে ওর। এর বাইরে হাবিবুর রহমান আছে। ভালো শটস খেলতে পারে, বেশ সাহসী।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌম্য সরকার চোটে পড়ায় তাঁর জায়গায় রংপুর রাইডার্স দলে নিয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুলকে। এনসিএল টি-টোয়েন্টিতে ৯ ইনিংসে ১৬ ছয়ের মারে ২৩৭ রান করেন তিনি। এবার খুলনার হয়ে খেলবেন হাবিবুর। এনসিএলে ১৬০ স্ট্রাইক রেটে ৭ ম্যাচে করেছিলেন ২৫৯ রান। এই টুর্নামেন্টে ৭ ইনিংসে আরিফুলের সংগ্রহ ২১৩ রান। এনসিএলে আলো ছাড়ানো এই তরুণদের সামনে এবার বিপিএলেও পারফরম করে  তারকা হওয়ার সুযোগ এলো।</span></span></span></span></p>