<p style="text-align:justify">বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণ ও দল সবাই ভালো থাকবে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে জামায়েত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">অধ্যাপক মজিবুর রহমান বলেন, ইসলাম সুদকে হারাম করেছে। এই সুদের কারণেই যত অশান্তি। এ দেশে এ পর্যন্ত যত সরকার এসেছে, সব সরকারই সুদি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাবসায়িক ক্ষতি, রাজনৈতিক, সামাজিক ও সব কিছুতেই অস্থিরতা বিরাজ করছে। এর একমাত্র কারণ সুদ ও সুদের কারবার। এটি থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমরা আগামীতে আর কোনো সুদি সরকার দেখতে চাই না। আল্লাহর আইন বাস্তবায়ন, সুদ, বেহায়াপনা, অশ্লীলতা ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। </p> <p style="text-align:justify">তিনি বলেন, সুদ থেকে মুক্তির একমাত্র পথ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে পরিপূর্ণ রাষ্ট্র পরিচালনা করা। যা একমাত্র জামায়াতে ইসলামীর পক্ষেই সম্ভব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ দেশের মুসলিমরা ছাড়াও সব ধর্ম-বর্ণ-দল-নির্বিশেষে সবাই ভালো থাকবে এবং সুখে থাকবে।</p> <p style="text-align:justify">অধ্যাপক মজিবুর রহমান আরো বলেন, গত ৫৩ বছরে যেখানে একটি সমৃদ্ধ ও সুখী রাষ্ট্র হওয়ার কথা ছিল। সেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে স্বৈরশাসন, লাঠির শাসন এবং সর্বশেষ ফ্যাসিবাদী কায়েম করা হয়েছে।</p> <p style="text-align:justify">সাবেক এই এমপি বলেন, সংবিধানসহ সব কাজেই সংস্কার প্রয়োজন। তাই জামায়েত ইসলামীর দাবি আগে সংস্কার, পরে নির্বাচন। তবে সংস্কারের নামে যেন গদিনশিনরা আবার ক্ষমতার স্বাদ পেয়ে তাকে দীর্ঘায়িত না করে। </p> <p style="text-align:justify">এদিকে, বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নায়েবে আমিরসহ নেতারা উপস্থিত ছিলেন।</p>