<p>দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করলেন দম্পতি। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি এই দম্পতি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তারা হলেন- ড. শহিদুল ইসলাম স্বপন ও ড. সাবরিনা আহমেদ পাপড়ি। ড. স্বপন খুবি’র নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের এবং ড. পাপড়ি একই ডিসিপ্লিনের ৩ ব্যাচের শিক্ষার্থী। </p> <p>শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়ালপোল শহরের সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে তাদের মৃত্যু হয়।</p> <p>খুবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান বলেন, ওই দম্পতির দুই সন্তান সমুদ্রের পানিতে ডুবে যেতে শুরু করে। এসময় তারা দ্রুত তাদের উদ্ধার করতে সমুদ্রে নামেন। সন্তানদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তারা নিজেরাই পানিতে তলিয়ে যান। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ড. শহিদুল হাসান স্বপন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনে প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন এবং তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।</p> <p>এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ইউআরপি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী ড. শহিদুল হাসান স্বপন ও ড. সাবরিনা আহমেদ পাপড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।</p>