<p>ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার আমতলী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে একটি জুতার গুদাম ও আরেকটি কাপড়ের দোকান পুড়ে যায়।</p> <p>গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা হবে বলে জানিয়েছেন মালিকরা।</p> <p>বিজয়নগর উপজেলার ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান, আগুনে দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি বাজারে আশপাশে পুকুর থাকা জরুরি। এখানে আগুন নেভাতে এসে পানি সংকটে পড়তে হয়।</p>