<p>ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জুয়া খেলতে এসে ধরা পড়েছেন দুই জুয়াড়ি। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত ওই দুজনের প্রত্যেককে ১৫ দিন করে সাজা দিয়েছেন। পরে পুলিশ তাদেরকে কারাগারে পাঠায়।</p> <p>সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার শাহবাজপুর এলাকার ধনু মিয়া (৪১) ও একই এলাকার সাদ্দাম (২৪)। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।</p> <p>ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শাহবাজপুর ইউনিয়নের দরগাহ পাড়া এলাকায় একটি ওরস চলছিল। ওরসকে কেন্দ্র করে কিছু লোক জুয়ার আসর বসায়। এ খবরের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় দুজনকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।</p>