<p>মুক্তি, সৃজনশীলতা এবং চ্যালেঞ্জের সময়ে শিল্পের অপরিহার্যতা নিয়ে আলাপচারিতায় অংশ নেওয়ার জন্য আয়োজন করা হলো শাস্তিনিকেতন নামক এক প্রদর্শনী। নতুন বছরের ৩ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত, হাজারীবাগের ভাস্কর্মী স্টুডিওতে এই যুগান্তকারী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি কিউরেট করেছেন ইমরান ফিরদাউস এবং আয়োজন করেছে স্যারিডন কালেকটিভ ও কালাপাহাড়।</p> <p>‘শাস্তিনিকেতন : ভাবমূর্তি প্রদর্শনী’ শিরোনামের এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন সমকালীন শিল্পীদের এক অনন্য দল—ব্রতীপ্রিয়া দাশ, ফাহাদ হাসান কাজমী, হেলাল সম্রাট, মাহবুব শাহরিয়ার, নাফিস সবুর, রাজীব দত্ত ও শিকদার সৈকত। তাদের কাজগুলি সাহসের সঙ্গে চ্যালেঞ্জ জানায় সামাজিক রীতিনীতি, আত্মনিয়ন্ত্রণ এবং বাংলাদেশের ক্রমবর্ধমান নব্য উদারনৈতিকতার চাপে থাকা পরিস্থিতিকে। দৃশ্যকলার পাশাপাশি, শাস্তিনিকেতন-এ বিক্রির জন্য নির্বাচিত বইয়ের সংগ্রহও থাকবে, যা দর্শকদেরকে প্রতিরোধ ও সৃজনশীলতার ভাবনাগুলির গভীরে প্রবেশের সুযোগ দেবে। এ ছাড়া এখানে উপস্থিত দর্শকরা সরাসরি শিল্পী ও লেখকদের সঙ্গে আলাপচারিতার সুযোগ পাবেন।</p> <p>কিউরেটর ইমরান ফিরদাউসের মতে, শাস্তিনিকেতন শিল্পের রূপান্তরমূলক শক্তিকে তুলে ধরতে চায় এমন সময় যখন দমন-পীড়ন বেড়েই চলেছে। তিনি বলেন, ‘এটি শুধু প্রতিভা প্রদর্শনের জন্য নয়; এটি মুক্তচিন্তা এবং অভিব্যক্তির স্থান পুনরুদ্ধার করার একটি প্রচেষ্টা, যা সেন্সরশিপ আর ভয়ের নিগড়ে বন্দি বর্তমান সমাজে আরো গুরুত্বপূর্ণ।’</p> <p>স্যারিডন কালেকটিভ ও কালাপাহাড়ের আয়োজনে ইভেন্ট চলবে আগামী ৩ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত। ৯৫/৫ হাজারীবাগের স্টুডিও ভাস্কর্মীতে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন।</p>