<p style="text-align:justify">লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম আজমের (২৫) ওপর হামলা হয়েছে। আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ ঘটনা ঘটে। পরে তার বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে মামলা করেন।</p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার কোটতলী এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন গোলাম আজম। এ সময় ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেশী দেদুল মিয়া (৫৯), তার ছেলে সজিব মিয়া ওরফে টাইগার (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাকে মারধর করেন।</p> <p style="text-align:justify">পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক বিকেলে আজমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।</p> <p style="text-align:justify">পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, দুপুরে এজাহারভুক্ত আসামি সজিব মিয়া ওরফে টাইগারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা দোষী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p> <p style="text-align:justify">অন্যদিকে, হামলার প্রতিবাদে এ দিন বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।</p>