<p>বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করা হয়।</p> <p>মিছিলটি ক্যাম্পাসের টিএসসিসংলগ্ন ডাস চত্বর থেকে শুরু হয় এবং উপাচার্য চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।</p> <p>সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন বক্তব্য দেন।</p> <p>বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নামে ডাকসু নির্বাচন, সিনেট ভবনে উপাচার্য ও প্রক্টরের সঙ্গে শিক্ষার্থীদের আলাপ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপরে হামলাসহ বিভিন্ন ইস্যুতে কিছু কিছু সংবাদমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই সংবাদ পরিবেশন করছে। আর এসবকে ভিত্তি করে অব্যাহতভাবে ভিত্তিহীন, অসত্য গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল। বক্তারা এসব অপপ্রচার ও গুজব রটনাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। <br /> বক্তারা বলেন, এসব গুজব ও অপপ্রচার করে ছাত্রদলের জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। </p>