<p style="text-align:justify">নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে একটি স্বার্থান্বেষী মহল বারবার আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে। এবার সেই পরিবর্তনের সময় এসেছে।’ </p> <p style="text-align:justify">সোমবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর জামিয়া কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।</p> <p style="text-align:justify">সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরাসহ অন্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে পিআর পদ্ধতির নির্বাচন চাই। কিন্তু বিএনপি পিআর পদ্ধতির নির্বাচন চায় না। দলটি মনে করেন, এ পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না, তাদের এ ধারণা ভুল। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের জন্য ভালো হবে।’</p> <p style="text-align:justify">এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ সেলিম মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।</p>