<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুরে বিয়ের জন্য পাত্রী দেখতে মাইক্রোবাসে চড়ে যাচ্ছিল এক পরিবার। সদর উপজেলার গেটম্যানহীন মুন্সিবাজার লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি ছিটকে পড়ে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এই দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন প্রাণ হারায়। আহত হয়েছে আরো দুজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া দেশের আরো তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। সব কটি দুর্ঘটনাই ঘটেছে গতকাল মঙ্গলবার। কালের কণ্ঠের সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুর :  গতকাল</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার লেভেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রীরা সদরপুরের চন্দ্রপাড়ায় মেয়ে দেখতে যাচ্ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত পাঁচজন হলো নারায়ণগঞ্জ জেলা সদরের ভূঁইয়াবাড়ির লিটন চৌধুরী, তাঁর স্ত্রী ফাহমিদা শারমিন, মেয়ে সাজু, লিটন চৌধুরীর শ্যালকের স্ত্রী আতিফা এবং তাদের এক আত্মীয় রিন্টু। লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকেও একই হাসপাতালে নেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি দ্রুতগতিতে মুন্সিবাজার কাফুরা লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়ে। দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তিনজন মারা যায়। মারাত্মক আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজন মারা যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মাইক্রোবাসটিতে সাতজন যাত্রী ছিল। নিহত ও আহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈর (গাজীপুর) : ইটভর্তি ট্রাক ও যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। গতকাল বিকেলে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতরা হলেন উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) এবং টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদীপ দাস (৩৭)। এ সময় রিপন মিয়া (৩৩) নামের আরেক যাত্রী আহত হয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈর থানার এসআই জাহিদ হাসান জানান, ট্রাকটি আটক করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহাদেবপুর (নওগাঁ) : রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে তেরো মাইল নামক স্থানে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের বাসিন্দা মহাদেবপুর বিএম কলেজের ছাত্র ফারদিন এবং শ্যামপুর গ্রামের রেজুয়ান। ভোরে নওগাঁ থেকে একটি মোটরসাইকেলযোগে মহাদেবপুরে ফিরছিল তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোর : সদর উপজেলার ছাতনী এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত ব্যক্তির প্রকৃত পরিচয় এখনো জানা যায়নি। তবে তার পকেট থেকে ওয়ালটনের একটি কাগজ পাওয়া গেছে, যেখানে নাম আনসার আলী, চান্দুরা রোড, গাজীপুর উল্লেখ করা রয়েছে। </span></span></span></span></span></p> <p> </p>