<p>বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আলহাজ শেখকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।  </p> <p>আলহাজ জেলা শহরের গোহাইল রোড সূত্রাপুরের মৃত মুনছুর শেখের ছেলে। তার বিরুদ্ধে আদালতে ছয়টি হত্যা, বিষ্ফোরক ও একটি অস্ত্র মামলাসহ মোট ২০টি মামলা বিচারাধীন। </p> <p>পুলিশ সুপার জানান, পুলিশ সুপার মো. জেদান আল মুসার সার্বিক দিক নির্দেশনায় আলহাজকে ধরতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জের নেতৃত্বে ডিবি ও সদর থানার যৌথ টিম বিশেষ অভিযান পরিচালনা করে। বুধবার ভোরে আলহাজকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।</p> <p>তিনি আরো জানান, এই জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। অভিযানকালে গ্রেপ্তার এড়াতে পুলিশের উপস্থিতি টের পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আটতলা ভবন থেকে লাফিয়ে অন্য ভবনে যান তিনি। কিন্তু সেখানেও তার শেষ রক্ষা হয়নি।</p>