<p>ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের দুবলারটেক নামক স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোললের দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।</p> <p>বুধবার (৮ জানুয়ারি) উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার থেকে সদরপুর থানার এসআই আব্দুল হাদির নেতৃত্বে চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগীতায় তিনজনকে আটক করা হয়।</p> <p>গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চৌদ্দরশি এলাকার কামাল পেয়াদার ছেলে রায়হান পেয়াদা (২২), সদর উপজেলার সিএনবি ঘাট এলাকার আনিছ মোল্লার ছেলে জনি মোল্লা (২৪), চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মহিউদ্দিন শেখ (২৮)।</p> <p>এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব বলেন, ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসনের নির্দেশে বালুমহাল আইনে সদরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের পর তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।</p>