<p style="text-align:justify">সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ৫ সাংবাদিকসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, হামলা-মামলা, হয়রানি বন্ধ এবং পেশার স্বীকৃতির দাবিতে স্মরণকালের বৃহৎ সমাবেশের প্রস্তুতি নিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)।</p> <p style="text-align:justify">আগামী শনিবার (১১ জানুয়ারি) সকালে রংপুর টাউন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।</p> <p style="text-align:justify">সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজের)-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন ও প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজের)-এর মহাসচিব কাদের গণি চৌধুরী উপস্থিত থাকবেন। </p> <p style="text-align:justify">এ ছাড়া বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচালনা পর্ষদ সদস্য দৈনিক যুগের আলোর প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।</p> <p style="text-align:justify">সমাবেশের উদ্বোধন করবেন ২৪-এর জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসি আরা জামান কলি।</p> <p style="text-align:justify">সমাবেশে রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং রংপুরের পুলিশ সুপার আবু সাইম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।</p> <p style="text-align:justify">রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান জানান, অজ্ঞাত কারণে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, হামলা-মামলা, হয়রানি বন্ধ এবং পেশার স্বীকৃতির দাবিতে আমরা এই সমাবেশ করছি।</p> <p style="text-align:justify">তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, একটি সফল বিভাগীয় সাংবাদিক সমাবেশ আয়োজনের। স্মরণকালের বৃহৎ সমাবেশ করতে আমরা গত এক মাস থেকে বিভাগের প্রতিটি জেলা উপজেলায় ছুটে চলেছি। সাংবাদিক সহকর্মীদের আমন্ত্রণ জানিয়েছি। এই সমাবেশ থেকে পেশার স্বীকৃতি, সাইবার নিরাপত্তা আইন বাতিল, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবি তোলা হবে।  </p> <p style="text-align:justify">সরকার মাজহারুল মান্নান আরো বলেন, নিজেদের প্রয়োজনে, নিজেদের অধিকার আদায়ের বড় সুযোগ এসেছে। এখনই সময় সাংবাদিকদের অধিকার বুঝে নেয়ার। তৃণমূলের সাংবাদিক নেতাদের নিজেদের অধিকারের, নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলবেন সমাবেশে। আগামীতে সাংবাদিক সংস্কার কমিশনে সেগুলো প্রস্তাব আকারে তোলা হবে।  </p> <p style="text-align:justify">রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, সাংবাদিকদের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সব প্রকার প্রচারণা শেষ পর্যায়ে। পোস্টার, লিফলেট ও ব্যানার লাগানো হয়েছে। এখন নগরীতে মাইকিং চলছে। সাংবাদিকরা আয়োজনের দিন পর্যন্ত অপেক্ষায় আছেন। নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকরা সোচ্চার হয়েছে। আশা করছি, একটি সফল বিভাগীয় সমাবেশ রংপুরে অনুষ্ঠিত হবে। যা দেশের সব সাংবাদিকদের অধিকার আদায়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।</p>