<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিংহখালী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিক্ষাবিদ আবুল হাসেমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। এ উপলক্ষে আজ শুক্রবার ওই কলেজে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে সিংহখালীতে কোরআনখানি ও এতিমভোজ এবং ঢাকার পান্থপথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের জন্মস্থানের বিভিন্ন মসজিদে বাদ জুমা দোয়া করা হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষাবিদ আবুল হাসেম পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলাধীন সিংহখালী গ্রামে তাঁর নিজের দানকৃত জমিতে প্রাইমারি স্কুল, হাই স্কুল ও কলেজ, মসজিদ ও মাদরাসা, পোস্ট অফিস ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সিংহখালীতে তাঁর ওই দানকৃত জমিতে তাঁরই নামে ১০ শয্যা একটি সরকারি হাসপাতাল রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিরোজপুর জেলা ছাড়াও তিনি বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও বাগেরহাট জেলায় একজন শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন এবং এসব অঞ্চলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে প্রত্যক্ষ ভূমিকা কিংবা পরামর্শক হিসেবে অবদান রেখেছেন। তিনি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস সিক্স</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের একটি পাঠ্যপুস্তক এবং </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাণ্ডারিয়া দর্পণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিরোনামে একটি আঞ্চলিক ইতিহাসের বই লিখেছেন।</span></span></span></span></span></p>