<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলফিকার আহমদ</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশিষ্ট লেখক জুলফিকার আহমদ কিসমতীর নবম মৃত্যুবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। ২০১৫ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। জুলফিকার আহমদ ছিলেন একাধারে বিশিষ্ট সাংবাদিক, বহু ভাষাবিদ, গ্রন্থ প্রণেতা ও ইসলামী চিন্তাবিদ। তিনি ১৯৩৫ সালে কুমিল্লার কিসমত চলুণ্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। </span></span></span></span></p>