<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নানা আয়োজনের মধ্য দিয়ে স্যার ফজলে হাসান আবেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে তাঁরই প্রতিষ্ঠিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। গতকাল আলোচনাসভা, স্মৃতিচারণা, শিল্পকর্ম প্রদর্শনী, পোস্টার উপস্থাপনা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ প্রকল্পের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশনস থেকে জানানো হয়, স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন গ্যালারিতে মাসব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ ও ব্র্যাক ইনস্টিটিউট অব</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ল্যাঙ্গুয়েজেসের</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেডি</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৈয়দা</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারওয়াত আবেদ।</span></span></span></span></span></p>