<p>সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে রংপুরের হারাগাছ এলাকা থেকে ৫৭ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>গ্রেপ্তারকৃত দুজন হচ্ছেন- হারাগাছ এলাকার মৃত করিমুদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৫৩), এবং মনসুর আলীর পুত্র আজিজুল হক (৪৫)। দীর্ঘদিন ধরে রংপুর জেলার হারাগাছ এলাকায় মাদক ও চোরাচালান ব্যবসা করে আসছেন তারা।</p> <p>বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে রংপুর স্টেডিয়ামে অবস্থিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ও পুলিশের যৌথ অভিযানে আবুল কালামের বাড়ি থেকে ৫৭ বোতল এবং আজিজুল হকের কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। </p> <p>ক্যাপ্টেন তামিম জানান, পরবর্তী সময়ে গ্রেপ্তারকৃত আসামিদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে হারাগাছ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।</p>