<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি যাচাই-বাছাইয়ের পর বেশ কয়েকটি প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর। তবে প্রযোজ্য ক্ষেত্রে এসব কার্ড বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তথ্য অধিদপ্তর জানিয়েছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে তথ্য অধিদপ্তর প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে থাকে, যা একটি চলমান প্রক্রিয়া। সম্প্রতি নীতিমালা অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর কয়েকটি অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়।</span></span></span></span></span></p>