<p>জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।</p> <p>কারণ হিসেবে তিনি জানিয়েছেন, আন্দোলনের সময় গণহত্যার তথ্য বিশ্বের কাছ থেকে আড়াল করতে ইন্টারনেট বন্ধ করা হয়।</p> <p>জিজ্ঞাসাবাদে জুনাইদ আহমেদ পলক এ তথ্য দিয়েছেন বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গতকাল ১৮ ডিসেম্বর জুনাইদ আহমেদ পলককে এক দিনের জিজ্ঞাসাবাদ করে আইসিটির তদন্ত সংস্থা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পিলখানা হত্যাকাণ্ড : শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734601300-ba6b8df6a3c939e57090a6b37f603601.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পিলখানা হত্যাকাণ্ড : শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/19/1459146" target="_blank"> </a></div> </div> <p>চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘তিনি স্বয়ং স্বীকারোক্তি দিয়েছেন, এই ইন্টারনেট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ আসার পর তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে)একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এবং তাদের এটা এনশিওর করতে বলা হয়, করার পর জানাও যে, ইট ইজ ডান।’</p> <p>এই তথ্যগুলো বিভিন্ন সোর্স থেকে পেয়ে সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব তথ্যের সত্যায়ন করেছেন বলে জানিয়েছেন তাজুল ইসলাম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিম-মুরগি উৎপাদন বন্ধের কর্মসূচি প্রত্যাহার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734599997-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিম-মুরগি উৎপাদন বন্ধের কর্মসূচি প্রত্যাহার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/19/1459139" target="_blank"> </a></div> </div> <p>কোটা সংস্কার আন্দোলনের সময় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধের নানা কারণ তুলে ধরেছিলেন। কখনো বলেছিলেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। আবার কখনো ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে ডাটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্তর কথা বলেন পলক।</p> <p>তবে ইন্টারনেট বন্ধ থাকাকালে ফোনে বার্তা পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিলন, ‘সন্ত্রাসীদের আগুনের কারণে ডাটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামত করতে সময় লাগবে।’</p>