<p>নিপাহ মানুষের জন্য মারাত্মক এক ভাইরাস। নিপাহ আক্রান্ত রোগিদের মৃত্যুর আশংকা খুব বেশি। চলতি বছর নিপাহ ভাইরাস শনাক্ত করা হয়েছে পাঁচজন রোগির শরীরে। পাঁচজনই মারা গিয়েছেন। সুতরাং সাবধান থাকা জরুরি।</p> <p>আপনি জানেন কি, নিপাহ ভাইরাস কেন ও কিভাবে ছড়ায়?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেমোথেরাপির ওষুধ কিভাবে তৈরি হয় ও কিভাবে কাজ করে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734438814-734a4c7ff726c7e7aeadf15773e060ff.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেমোথেরাপির ওষুধ কিভাবে তৈরি হয় ও কিভাবে কাজ করে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/17/1458483" target="_blank"> </a></div> </div> <p>নিপাহ জুনোটিক রোগ। অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। সাধারণত বাদুড় এবং শূকর এই ভাইরাসের বাহক। বাদুড়ের লালা বা মূত্র মিশ্রিত ফল বা রস (যেমন খেজুরের রস) খেলে সংক্রমণ হয়। সংক্রামিত শূকর বা অন্য কোনো প্রাণীর সঙ্গে সরাসরি সংস্পর্শে এলে ভাইরাস ছড়াতে পারে।</p> <p>আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ, যেমন তাদের শ্বাস, থুতু, বা শারীরিক তরল (বমি, রক্ত ইত্যাদি) স্পর্শ করলে সংক্রমণ হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেসব বদ-অভ্যাস হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734605017-280a6001ab93c8eea794f0fdf899c4ad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেসব বদ-অভ্যাস হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/19/1459167" target="_blank"> </a></div> </div> <p><strong>যেভাবে মানুষ মারা যায়</strong><br /> নিপাহ ভাইরাস শরীরে প্রবেশ করার পর মস্তিষ্ক ও শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, মস্তিষ্কের কোষে প্রদাহ তৈরি করে। এর ফলে খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া এবং এমনকী মৃত্যুও হতে পারে।</p> <p>নিপাহয় আক্রান্ত রোগিদের অনেক শ্বাস নিতে কষ্ট হয়। এক সময় ফুসফুসের অকেজো হয়ে রোগি মারা যায়। ভাইরাস শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ—যেমন মস্তিষ্ক, হার্ট, ফুসফুসের মতো অঙ্গগুলো বিকল করে দেয়। ফলে রোগি মারা যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাঁতে কি পোকা হয়? বিজ্ঞান কী বলে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734601938-c22febb739158ebfd895fcb43d8f3d03.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাঁতে কি পোকা হয়? বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/19/1459151" target="_blank"> </a></div> </div> <p>নিপাহ ভাইরাসের কোনো সুনির্দিষ্ট ওষুধ বা টিকা নেই। তাই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাঁচানো অনেক কঠিন হয়ে পড়ে।</p> <p><strong>নিপাহ থেকে বাঁচার ১০ উপায়</strong><br /> নিপাহ ভাইরাসের হাত থেকে বাঁচার প্রধান উপায় হলো সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও কিছু অভ্যাস পরিবর্তন। নিচে ১০টি গুরুত্বপূর্ণ উপায় হলো:</p> <p><strong>বাদুড়-খাওয়া ফল খাবেন না</strong><br /> রাতে বাদুড়ে ফুল খায়। যেমন পেয়ারা, লিচু পাকা আম, খেজুরের মতো ফল বাদুড়ে আধা খাওয়া করে রেখে যায়। তাই মাটিতে পড়ে থাকা কিংবা আধা খাওয়া ফল খাবেন না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোবট কী—চেনেন নাকি?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734525210-c7b9fe05ece7c3068309677eb788d520.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোবট কী—চেনেন নাকি?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/18/1458841" target="_blank"> </a></div> </div> <p><strong>খেজুরের কাঁচা রস খাবেন না</strong><br /> বাদুড় খেজুররের রস খেতে ভালোবাসে। রাতে খেজুর গাছের ভাঁড়ে বসে বাদ রস খায়। অনেক সময় খেজুর রসের নলী চেটেও রস খায় বাদুড়। আবার খেজুরের ভাঁড়ে প্রস্রাব-পায়খানাও করে বাদুড়। ফলে রসে নিপাহ ভাইরাস সহজেই মিশে যায়। নিপাহর হাত থেকে বাঁচার জন্য কাঁচা রস না খাওয়াই ভালো। প্রয়োজনে রস জ্বাল দিয়ে খান। অথবা খেজুর গাছের ভাঁড় ও নলীর অংশটা জাল দিয়ে ঢেকে রাখুন। </p> <p><strong>বাদুড়সংকুল জায়গায় সচেতন থাকুন</strong><br /> একটা নির্দষ্ট এলাকায় বাদুড় বাস করে। সে সব এলাকায় যাতায়াত না করাই ভালো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রসুন কি ক্যান্সার প্রতিরোধ করে? বিজ্ঞান কী বলে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734521680-f8e4cdcbefdac58c93db49447dd80d9b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রসুন কি ক্যান্সার প্রতিরোধ করে? বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/18/1458821" target="_blank"> </a></div> </div> <p><strong>বাদুড়ের মলমূত্র এড়িয়ে চলুন</strong><br /> বাদুড় আছে এমন জায়গায় ঘেলে অবশ্যই সাবধান থাকবেন, বাদুড়ের মলমূত্র যেন আপনার শরীরর সংস্পর্শে না আসে।</p> <p><strong>শূকর থেকে সাবধান</strong><br /> বাংলাদেশে শুকরের খামার তেমন নেই বললেই চলে। তবু কিছু জনগোষ্ঠী শূকর পালন করেণ। তাদের উচিত হাতে গ্লাভস ও নাকে-মুখে গ্লাভস পরে শূকরের সংস্পর্শে যাওয়া।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোন কি আপনাকে আড়ি পেতে কথা শুনছে? পরীক্ষা করুন নিজেই" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734524281-57accffef4bf7c4763a2013c9ffbe06f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোন কি আপনাকে আড়ি পেতে কথা শুনছে? পরীক্ষা করুন নিজেই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/18/1458833" target="_blank"> </a></div> </div> <p><strong>আক্রান্ত ব্যক্তিকে এড়িয়ে চলুন</strong><br /> নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলুন। আক্রান্ত ব্যক্তিকে কোয়ারেন্টিনে রাখুন।</p> <p><strong>হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন</strong><br /> ভাইরাস শরীরে ঢোকার সবচেয়ে সহজ মাধ্যম হলো হাত। তাই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর চারপাশেও তৈরি হচ্ছে শনির মতো বলয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734513144-caeb0b32468d250e2ef4815e880dcdfb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর চারপাশেও তৈরি হচ্ছে শনির মতো বলয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/18/1458778" target="_blank"> </a></div> </div> <p><strong>পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন</strong><br /> বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখুন, যাতে বাদুড় বা অন্য কোনো বাহক না আসে।</p> <p><strong>পিপিই ব্যবহার করুন</strong><br /> চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হলে পিপিই ব্যবহার করুন। নিপাহ আক্রান্ত রোগির আশাপাশে গেলে সাধারণ মানুষকেও পিপিই ব্যবহার করা উচিত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজর যেসব রোগ থেকে বাঁচায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734436412-88ebe0cf1bedd0621504854680d608fb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজর যেসব রোগ থেকে বাঁচায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/17/1458468" target="_blank"> </a></div> </div> <p><strong>তৎক্ষণাৎ চিকিৎসা নিন</strong><br /> কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান।</p> <p>সূত্র: বিশ্ব স্বাস্থ সংস্থা</p>