<p style="text-align:justify">সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের জনগণের ম্যান্ডেট দাবি করার অধিকার নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল।</p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">আরিফ সোহেল বলেন, ‘গতকালের কাউন্সিলরদের সভায় শুধু বিএনপি-জামায়াত এফিলিয়েটেড কাউন্সিলররা (এদের অনেকে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত) ছিলেন এটুকু নিশ্চিত হওয়া গেছে। কিন্তু তাতে করে গতকালের সভা ক্রুটিমুক্ত হয়ে যায় না।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘যেই নির্বাচন আওয়ামী লীগ আয়োজন করেছে সে নির্বাচন অবৈধ। এই কাউন্সিলরদের কোনো অধিকার নেই জনগণের ম্যান্ডেট দাবি করার, তারা বিএনপি-জামায়াত বা যে দলেরই হোন না কেন।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘এই কাউন্সিলরদের (বিএনপি-জামায়াত) মধ্যে যারা তাদের এলাকায় আন্দোলনের সময় জনতার পক্ষে দাঁড়িয়েছেন, আন্দোলনের সময় ছাত্রদের শেল্টার দিয়েছেন বা সহায়তা করেছেন তাদের মূল্যায়ন করার অন্য উপায় খুঁজে বের করুন। আওয়ামী লীগ আমলে আয়োজিত কোনো নির্বাচনকে বৈধতা দেওয়া হবে না।’</p> <p style="text-align:justify">আরিফ সোহেল এ-ও বলেন, ‘নেতৃবৃন্দের প্রতি আহ্বান, সাংগঠনিক আলাপ-আলোচনা ও সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত উদ্যোগে রাজনীতি করা বন্ধ করুন।’</p>