<p>বাংলাদেশি পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র সব আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন হয়েছিল হামজা চৌধুরীর। বাংলাদেশের হয়ে খেলতে শুধু বাকি ছিল ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন। আজ বৃহস্পতিবার সেটাও পেয়ে গেছেন লিস্টার সিটির এই মিডফিল্ডার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলার হিসেবে লাল-সবুজের জার্সিতে খেলবেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।</p> <p>বাফুফের দেওয়া ভিডিও বার্তায় হামজা জানিয়েছেন, বাংলাদেশের জার্সিতে খেলতে তর সইছে না তার। হামজা বলেছেন,'সব কিছু ঠিকঠাক চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে।' হামজার অপেক্ষা শেষ হতে পারে আগামী বছরের মার্চেই। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতে যাবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে তাঁর। আজ বিকেল থেকেই হামজাকে নিয়ে বাংলাদেশের ফুটবলাঙ্গনে আগ্রহ তৈরি হয় তার ইন্সটাগ্রামে করা একটি পোস্টকে কেন্দ্র করে। হামজা নিজেই জানান,'অনেক দিন অপেক্ষার পর একটি রোমাঞ্চকর খবর জানাতে চাই।' সেই খবর বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর হয়ে এসেছে। হামজার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে বলছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা,'বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো খবর। নিশ্চিতভাবেই বলতে পারি, হামজা দলে ভারসাম্য বাড়াবে।'</p> <p><br /> হামজার বাবা-মা বাংলাদেশি। কিন্তু তাঁর বেড়ে ওঠা ইংল্যান্ডে। ২০১৫ সাল থেকে হামজা খেলছেন লিস্টার সিটির হয়ে। মাঝে দুই মৌসুম বার্টন আলবিওন এবং এক মৌসুমে ধারে খেলেছেন ওয়াটফোর্ডে। ২০১৮ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ জাতীয় দলে অভিষেক হয় তাঁর। দেশটির সিনিয়র দলে খেলার স্বপ্নে এগোলেও তা পূরণ হয়নি হামজার। এরপর নিজে থেকেই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন। তখন থেকেই ফিফার সঙ্গে যোগাযোগ করতে থাকে বাফুফে। শেষ পর্যন্ত হামজাকে পেল বাংলাদেশ।</p>