<p>দেশে দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, তাই দেশ ও জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’</p> <p>বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ এবং নরসিংদী জেলায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার জন্য জরুরি নির্দেশনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734611950-2e7f4b00a4042306637f9dcb383a9240.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার জন্য জরুরি নির্দেশনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/19/1459204" target="_blank"> </a></div> </div> <p>তারেক রহমান বলেন, গণতন্ত্র বলতে যা বোঝায় তা নিশ্চিতে একমাত্র বিএনপিই কাজ করে যাচ্ছে। এখনো এ দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। নিজেরা সংযত ও ঐক্যবদ্ধ থাকলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্নের দেশ গঠন সম্ভব।</p> <p>তারেক রহমান বলেন, ৫ তারিখের আগে পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া, সরকার থেকে ফেলে দেওয়া। শ্রেণি-পেশা নির্বিশেষে সবার অংশগ্রহণের পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচারী সরকার। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, এখন সংগ্রাম সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়ে গেছে।</p> <p>তিনি বলেন ‘ আমরা ৩১দফা নিয়ে আলোচনা করেছি, জেনেছি, বুঝেছি, এটি আমাদের মানুষের কাছে নিতে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে। একই সাথে আমাদেরকে প্রস্তুত হতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। এই ৩১ দফা বাস্তবায়নের জন্য। অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব আপনা ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে আপনাদের। আমাদের সকলকে গড়ে তুলতে হবে। আসুন আমরা নিজেদের প্রস্তুত করি। এই প্রস্তুতি কিন্তু খুব সহজ ব্যাপার নয়, এই প্রস্তুতি অত্যন্ত কঠিন কাজ।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রেম নিয়ে মুখ খুললেন শাবনূর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734611417-9382a9389ee49defe5dbe9f7a27e424a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রেম নিয়ে মুখ খুললেন শাবনূর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/19/1459201" target="_blank"> </a></div> </div> <p>নরসিংদীর সদর উপজেলার মাধবদী এলাকার হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।</p> <p>বিএনপির মিডিয়া সেলের সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সঞ্চালনায় সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির যুগ্মমহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।</p> <p>প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মাহাদী আমিন। আরো বক্তব্য দেন, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাম্মী আক্তার, নেওয়াজ আলী আরলী, রাশেদ ইকবাল খান ও নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ।</p>