<p>বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে ফিরিয়ে আনার কথা বলছি না, তিনি যে গণহত্যা করেছেন, লুটপাট করেছেন, দেশের মেরুদণ্ড ধ্বংস করেছেন তাকে আমরা ফিরে আনতে চাই। বিচারের মুখোমুখি করে এক ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই, যাতে বাংলাদেশে আর দানবের পূর্ণ প্রতিষ্ঠা বা আসার কোনো সম্ভাবনা না থাকে।’</p> <p>বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদা জিয়া অসুস্থ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734605847-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদা জিয়া অসুস্থ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/19/1459174" target="_blank"> </a></div> </div> <p>দুদু বলেন, ‘এই বাংলাদেশের জন্য অনেক ত্যাগ, অনেক যুদ্ধ হয়েছে। সেই বাংলাদেশের মূল হচ্ছে গণতন্ত্র, অধিকার। বাংলাদেশের শুরুতে ৭২-৭৫ যে নির্মমতা, বাংলাদেশের দুর্ভিক্ষের মধ্য দিয়ে লাখ লাখ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। রক্ষী বাহিনী গঠন করে ৪০ হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে কবরস্থ করেছিল। যিনি করেছিল তার নাম শেখ মুজিবর রহমান।’</p> <p>বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা ১৬ থেকে ১৮ বছর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের চূড়ান্ত প্রর্যায়ে নিয়ে গেছে। না আছে টাকা, না আছে বাংলাদেশের অগ্রগতি। উন্নয়নের নামে গণতন্ত্রকে কবরস্থ করেছে। নির্বাচনীব্যবস্থাকে নষ্ট করেছে এবং সব অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা সব কিছু ধ্বংস করেছে। এই জায়গা থেকে উঠিয়ে আনার দায়িত্ব এখন বিএনপির।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার ৫ মাসে কী করেছে, প্রশ্ন ইলিয়াস কাঞ্চনের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734605785-42dd4acc684ca0251dcf4a5e0b45a2d8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার ৫ মাসে কী করেছে, প্রশ্ন ইলিয়াস কাঞ্চনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/19/1459173" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নতুন উদ্যোগ, নতুন ভাবনা, নতুন চেতনা নিয়ে সারা বাংলাদেশে গত ১৬ বছরে যেমন তৈরি করেছিল আন্দোলনে, এখন ক্ষমতার জন্য নতুন বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য আরো শক্তিশালী আরো সুশৃঙ্খল, আরো মজবুত করার জন্য এই সংগঠনিক সভার তিনি আয়োজন করেছেন।’</p> <p>দুদু বলেন, ‘আমরা যে লড়াইটা শুরু করেছি সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়ায়, যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার লড়াই। সে লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে নিশ্চিত মুছে ফেলার লড়াই।’</p> <p>অনুষ্ঠানে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।</p>