<p style="text-align:justify">পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্মজীবী কল্যাণ সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কামাল হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ রাকিব।</p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার রাজধানীতে আইএমইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মো. মশিউর রহমান খান মিথুন।</p> <p style="text-align:justify">সংগঠনটির নতুন সভাপতি মুহাম্মদ কামাল হোসেন তালুকদার আইএমইডির পরিচালক হিসেবে কর্মরত আছেন। আর সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ রাকিব ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে আইএমইডিতে কর্মরত।</p> <p style="text-align:justify">সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি শুভকামনা জ্ঞাপন করেন এবং সমিতির কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান।</p>