<p>বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে মাত্র এক মাস ২৩ দিনের আগে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামও রয়েছেন।</p> <p>আজ বুধবার উপসচিব আবু সাঈদ সই করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।</p> <p>বদলি করা কর্মকর্তারা হলেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) খোন্দকার রফিকুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজ ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসুল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিন্ময় কৃষ্ণের আইনজীবী এখন কলকাতায়, মিডিয়ায় ‘আপত্তিকর’ বক্তব্যের অভিযোগ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734529173-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিন্ময় কৃষ্ণের আইনজীবী এখন কলকাতায়, মিডিয়ায় ‘আপত্তিকর’ বক্তব্যের অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/18/1458862" target="_blank"> </a></div> </div> <p>প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।</p>