<p>চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার চৌধুরী (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ দল। তিনি হাইদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এ এলাকার মৃত অরুণাংশু চৌধুরীর ছেলে এবং ওয়াড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা গুলিবর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে।</p> <p>পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার চৌধুরীর বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণের অভিযোগ রয়েছে। তিনি হাইদগাঁও এলাকার সাইফুল ইসলাম ওরফে বালু সাইফুর সহযোগী। এ ছাড়াও তিনি একাধিক মামলার আসামি। তাকে আজ বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’</p>