<p>খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর হাজী মহসিন রোডের আরজান আলী লেনে এ ঘটনা ঘটে। নিহত সোহেল নগরীর বাবু খান রোডের দ্বিতীয় গলির খালেক কারিকরের ছেলে। তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরার আমুলিয়া রাজাপুর গ্রামে। সোহেল পেশায় একজন রঙ মিস্ত্রি।</p> <p>পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পিঠের ডানপাশে লেগে পেটের বামপাশ দিয়ে বেড়িয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিতে আরো একজন আহত হওয়ার খবর শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। </p> <p>খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে। হত্যার কারণ উদঘাটন ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>