<p>‘সাদপন্থি’দের নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন ‘জুবায়েরপন্থি’ নেতা মামুনুল হক। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর এ দাবি জানান মামুনুল।</p> <p>মামুনুল হক বলেন, “তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে। সাদপন্থিরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে। তাই তাদের নিষিদ্ধ করতে হবে। তারা যা করেছে তাতে তাদের আর ইজতেমার প্রশ্নই আসে না।”</p> <p>তিনি বলেন, সাদপন্থিরা ইজতেমা মাঠে জোর করে ঢুকে পড়েছিলো এবং এর জের ধরে যে হত্যাকাণ্ড ঘটেছে। তার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে হবে আজকের মধ্যেই।</p> <p>মামুনুল বলেন, “সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাতে সহযোগিতা করব। আমরা যাতে যথাযথ ইজতেমা সম্পন্ন করতে পারি, সেজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইজতেমা ময়দান এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734509722-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইজতেমা ময়দান এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/18/1458765" target="_blank"> </a></div> </div> <p>এদিকে বিশ্ব ইজতেমার ময়দানে ‘সাদপন্থি’ ও  ‘জুবায়েরপন্থি’দের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। উভয়পক্ষ নিহতদের নিজেদের পক্ষের বলে দাবি করেছেন। এ ঘটনার পর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠকের পর ইজতেমা মাঠ ছেড়ে সিদ্ধান্ত নিয়েছে সাদপন্থীরা।</p> <p>পরিস্থিতির কারণে জনশৃঙ্খলা রক্ষায় ইজতেমা ময়দান এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। </p> <p>কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।</p>