<p>সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান ছাড়তে শুরু করেছেন সাদপন্থীরা। </p> <p>আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দেখা যায়, মুসল্লিরা দলে দলে মালপত্র নিয়ে ময়দান ত্যাগ করছেন।</p> <p>জানা গেছে, আজ ভোরে ময়দান দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে ৩ জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। সংঘর্ষের পর সাদপন্থীরা ময়দানের নিয়ন্ত্রণ নেন। এদিকে টঙ্গী ও ঢাকার বিভিন্ন এলাকায় জুবায়েরপন্থীরা আন্দোলন শুরু করলে বিচ্ছিন্ন সংঘর্ষ, মহাসড়ক অবরোধ এবং হাসপাতালেও সহিংসতার ঘটনা ঘটে।</p> <p>এই পরিস্থিতিতে সরকার ইজতেমার ময়দান নিয়ন্ত্রণে নিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। ময়দান এলাকার তিন কিলোমিটারের মধ্যে একাধিক ব্যক্তির জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে সাদপন্থীদের ময়দান খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মেনে সাদপন্থীরা ময়দান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী প্রস্থান শুরু করেন।</p> <p>গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, ইজতেমা ময়দানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। তিনি জানান, এখন থেকে ময়দান সরকারের নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি তিনি সব নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানান।</p>