<p>নিউ ইয়র্ক থেকে প্যারিসে টিকিট ছাড়া উড়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত এক নারীকে এবার যুক্তরাষ্ট্র থেকে কানাডায় বাসে পালানোর চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বেতলানা দালি নামের ওই নারী আগের ঘটনার পর আদালতের নির্দেশে গোড়ালিতে লাগানো মনিটর (অ্যাংকল মনিটর) খুলে ফেলে পালানোর চেষ্টা করেন। নিউ ইয়র্কের একটি আদালত তাকে ওই মনিটর পরতে বাধ্য করেছিলেন। কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কোনো বোর্ডিং পাস ছাড়াই ভ্রমণ করেছিলেন।</p> <p>এ ছাড়া আদালতে শুনানির সময় তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহর ছেড়ে যেতে পারবেন না। তবে নিউ ইয়র্কে মামলার বিষয়ে বৈঠকের জন্য যাওয়ার অনুমতি পাবেন। দালিকে সোমবার নিউ ইয়র্কের বাফেলো শহর থেকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বোর্ডিং পাস ছাড়াই নিউ ইয়র্ক থেকে প্যারিসে নারীর যাত্রা, রহস্য অমীমাংসিত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733222278-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বোর্ডিং পাস ছাড়াই নিউ ইয়র্ক থেকে প্যারিসে নারীর যাত্রা, রহস্য অমীমাংসিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/03/1453415" target="_blank"> </a></div> </div> <p>দালি বোর্ডিং পাস ছাড়াই একটি ফ্লাইটে ওঠায় অনেকেই অবাক হয়েছিলেন। নিউ ইয়র্কের আদালতে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি বিমান সংস্থার কর্মীদের জন্য নির্ধারিত একটি বিশেষ লেন ব্যবহার করে নিরাপত্তা চেকপয়েন্টে ঢোকেন। তিনি এয়ার ইউরোপার ফ্লাইট ক্রুদের একটি বড় দলের সঙ্গে মিশে গিয়েছিলেন এবং টিকিট না থাকলেও তাকে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) এজেন্টরা স্ক্রিন করেন।</p> <p>৫৭ বছর বয়সী এই নারী একজন রুশ নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। তিনি ডেল্টা এয়ারলাইনসের গেটের কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠেছিলেন, যারা ওই সময় অন্য যাত্রীদের সহায়তা করছিলেন। বিমানে ওঠার পর ক্রুরা টিকিট ছাড়া তার উপস্থিতি টের পাওয়ার আগে তিনি এক বাথরুম থেকে আরেকটিতে যেতে থাকেন এবং কোনো আসনে বসেননি। ফ্লাইটটি প্যারিসে অবতরণ করলে ক্রুরা জানতে পারেন, তার কোনো টিকিট নেই। পরে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফ্লাইটে রান্নাঘরে যৌনতা, ভিডিও ছড়িয়ে পড়ায় এয়ারলাইনের তদন্ত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/07/1733576340-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফ্লাইটে রান্নাঘরে যৌনতা, ভিডিও ছড়িয়ে পড়ায় এয়ারলাইনের তদন্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/07/1454906" target="_blank"> </a></div> </div> <p>যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা সিবিএস নিউজকে টিএসএ জানিয়েছিল, ‘এটি টিএসএ নিরাপত্তা চেক পয়েন্টে ১৮ মিলিয়নেরও বেশি যাত্রী স্ক্রিনিংয়ের সময় একমাত্র ঘটনা, যেখানে থ্যাংকসগিভিং ছুটির মৌসুমে এ পর্যন্ত সবচেয়ে ব্যস্ত ভ্রমণকাল ছিল। কেউ কখনো টিএসএ নিরাপত্তা স্ক্রিনিং প্রক্রিয়াকে পুরোপুরি ফাঁকি দিতে পারেনি।’</p> <p>এদিকে গ্রেপ্তারের পর দালি ফ্রান্সে আশ্রয় চাওয়ার ব্যর্থ চেষ্টা করেছিলেন বলে সিবিএসকে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। চলতি মাসের শুরুতে তাকে নিউ ইয়র্কে ফেরত পাঠানো হয়। সেখানে তাকে হেফাজতে নেওয়া হয় এবং কর্তৃপক্ষের অনুমতি বা সম্মতি ছাড়া বিমানে পরিবহন সুবিধা গ্রহণের’ অভিযোগ আনা হয়। চলতি মাসের শুরুতে তিনি আদালতে হাজির হয়েছিলেন।</p> <p>সূত্র : বিবিসি</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়েছেন গোয়েন্দা কর্মকর্তাই" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/10/1733836467-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়েছেন গোয়েন্দা কর্মকর্তাই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/10/1456010" target="_blank"> </a></div> </div>