<p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিচারকার্য ত্বরান্বিত করতে ঢাবি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। </p> <p style="text-align:justify">এর আগে মঙ্গলবার কালের কণ্ঠে ঢাবিতে ছাত্রলীগের হামলা নিয়ে ‘অভিযুক্তরা শাস্তির আওতায় আসেনি পাঁচ মাসেও’ সংবাদ প্রকাশিত হয়। </p> <p style="text-align:justify">সেই সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সাদিক কায়েম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের ওপর যে নির্মম ও পৈশাচিক হামলা চালিয়েছে, আমরা তা স্বচক্ষে দেখেছি। হলে ফিরতে গিয়ে আমাদের ভাই-বোনেরা কী পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে তাও ভুলে যাইনি। ফ্যাসিবাদের পতন হলেও নরপিশাচদের উল্লেখযোগ্য বিচার হয়নি এখনো।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘তদন্তের নামে কোনো প্রকার ঢিলেমি ছাত্র-জনতা বরদাস্ত করবে না। পর্যাপ্ত তথ্যপ্রমাণ, ভিডিও, ছবির এভিডেন্স থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হয়নি। যেসকল চাটুকার শিক্ষক ছাত্রলীগের হামলার পৃষ্ঠপোষকতা ও ইন্ধন যুগিয়েছে, তারা এখনো দাপিয়ে বেড়াচ্ছে ক্যাম্পাসে।’</p> <p style="text-align:justify">প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন,  ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, বিচারকার্য ত্বরান্বিত না করলে রাজপথে নামতে বাধ্য হবো। জুলাইয়ের বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বরদাস্ত করবো না।’</p>