<p>রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার আরোহী জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক রাজমিস্ত্রী নিহত ও পাঁচজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সমেশপুর গ্রামের সোনামুদ্দিন মোল্লার ছেলে। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন রাজমিস্ত্রী জাহাঙ্গীর হোসেন ও অপর পাঁচজন নির্মাণ শ্রমিক। ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক এলাকায় পৌঁছাতে যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর পাঁচজন নির্মাণ শ্রমিক। তাদেরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা আরোহী জাহাঙ্গীর হোসেন নিহত ও পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।</p>