<p>আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে চলছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। বাছাইপর্বের ম্যাচে সোমবার (১৬ ডিসেম্বর) নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ওই ম্যাচে আর্জেন্টিনা ১১ রানে হারিয়েছে ব্রাজিলকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রেসিডেন্ট হয়ে ব্রাজিল ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে দিতে চান রোনালদো" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734421937-0f05da1f19a72f24463e6a20b558ca50.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রেসিডেন্ট হয়ে ব্রাজিল ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে দিতে চান রোনালদো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/17/1458395" target="_blank"> </a></div> </div> <p>আর্জেন্টিনা টস হেরে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে  ১০৭ রান তোলে। জবাবে ব্রাজিল ১৯.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে গেলে ১১ রানের জয় পায় আর্জেন্টিনা।</p> <p>আর্জেন্টিনার হয়ে আগুস্তিন রিভেরো সর্বোচ্চ ৩১ বলে ৪২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ  ২০ রান করেন লুকা রসি। দুই জনের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিলের হয়ে ২ উইকেট করে নেন রিচার্ড অ্যাভারি এবং রদ্রিগেস।</p> <p>লক্ষ্য তাড়ায় অসহায় ছিলেন ব্রাজিলের ব্যাটাররা। আর্জেন্টিনার বোলারদের সামনে অসহায় ছিলেন। মিশেল আসুনসাও ২৬ বলে ২৯ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি।</p> <p>আর্জেন্টিনার হয়ে আগের ম্যাচে ডাবল হ্যাটট্রিক করা এরনান ফেনেল ৩ উইকেট নেন। ব্যাট হাতে সর্বোচ্চ রান করা আগুস্তিন রিভেরো বল হাতেও ২ উইকেট নিয়ে নেন।</p>