<p style="text-align:justify">অপহরণের পর ধর্ষণ। তিন মাসেরও বেশি সময় ধরে আটকে রেখে চালানো হচ্ছিল পাশবিক নির্যাতন। এক পর্যায়ে মারধরে তার ডান চোখ মারাত্মক আহত হয়। এ অবস্থায় তাকে ফেলে রেখে যাওয়া হয় বাড়ির সামনে।</p> <p style="text-align:justify">তিন মাস বিনা চিকিৎসায় অবশেষে সেই কিশোরী সোমবার দুপুরে মারা যায়। এই খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে আজ মঙ্গলবার অপরাধীর বিচারের দাবিতে সড়ক অবরোধসহ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। </p> <p style="text-align:justify">পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের নারয়নপুর গ্রামের কৃষক মো. আবুল কালামের মেয়ে পাপিয়া আক্তার (১৪)। সে স্থানীয় বাকচান্দা ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। </p> <p style="text-align:justify">কিশোরীর পরিবারের দাবি, পাশেই স্থানীয় বাকচান্দা আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হোসাইন (১৯) তাকে প্রেম নিবেদনের পর ব্যর্থ হয়ে গত জুন মাসের ১ তারিখে জোরপূর্বক তুলে নিয়ে যায় । এ অবস্থায় দীর্ঘ চার মাস অজ্ঞাত স্থানে রেখে পাশবিক নির্যাতন চালানো হয়। পরে গত ৬ সেপ্টেম্বর দুপুরে অপহৃত কিশোরীকে বাড়ির সামনে সড়কের পাশে ফেলে রেখে যায়। গতকাল সোমবার দুপুরে মারা যান তিনি। </p> <p style="text-align:justify">এদিকে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। পরে মঙ্গলবার সকালে ওই কিশোরীর বাড়ির সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তারা ।</p>