<p>শরিফুল ইসলামের দুই শিশুকন্যা বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়। পরদিন থানায় জিডি করলেও গত ছয় দিনে তাদের সন্ধান পাওয়া যায়নি। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে জর্দানপ্রবাসী স্ত্রী স্বামীকে ফোন করে জানান, অযথা জিডি করে লাভ নেই, দুই শিশুকন্যা তার হেফাজতেই আছে। ঘটনাটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার।</p> <p>স্থানীয় সূত্র, জিডির তথ্য ও নিখোঁজ শিশুর বাবা জানান, ফুলপুর উপজেলার সুতারকান্দী গ্রামের মো. শরিফুল ইসলামের দুই মেয়ে নুপুর আক্তার (১২) ও নুসরাত জাহান মীম (৬) গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে অনেক জায়গায় সন্ধান চালানো হয়। না পেয়ে পরদিন ফুলপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন শরিফুল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাগেরহাটের কচুয়ায় ১৪৪ ধারা জারি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734420456-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাগেরহাটের কচুয়ায় ১৪৪ ধারা জারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/17/1458376" target="_blank"> </a></div> </div> <p>শরিফুল জানান, ওই দিন সকালে তিনি নিজ ঘরে নাশতা খাচ্ছিলেন। একপর্যায়ে দুই মেয়েকে নাম ধরে ডাকাডাকি করলেও কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছিল না। তিনি মনে করেছিলেন হয়তো পাশেই কোথাও গেছে। এ অবস্থায় বেশ কিছুক্ষণ চলে গেলেও ফিরে না আসায় পরিবারের লোকজনদের নিয়ে আত্মীয়-স্বজন ছাড়াও বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। বড় মেয়ে নূপুর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এবার ষষ্ঠ শ্রেণিতে বার্ষিক পরীক্ষা দিয়েছে। অপর মেয়ে সুতারকান্দী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে।</p> <p>জানা যায়, শিশু দুজনের মা গত প্রায় তিন বছর ধরে জর্দানে রয়েছেন। এর মধ্যে নিখোঁজের ঘটনায় পুলিশ তৎপরতা দেখালে চার দিন পর জর্দান থেকে শিশু দুজনের মা সাবিনা ইয়াসমিন স্বামীর ইমো নম্বরে ফোন করে জানান, মেয়েদের খোঁজ করে লাভ নেই। তাদের আর ওই বাড়িতে রাখবেন না তিনি। তিনি নিজের লোক দিয়েই ওই দুই শিশুকন্যাকে তুলে নিয়েছেন। তারা ভালো আছে। ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন ঘটনা করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তাপ বিদ্যুৎকেন্দ্র : উৎপাদনে পটুয়াখালী, বন্ধ পায়রা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734410735-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তাপ বিদ্যুৎকেন্দ্র : উৎপাদনে পটুয়াখালী, বন্ধ পায়রা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/17/1458362" target="_blank"> </a></div> </div> <p>স্ত্রীর সঙ্গে কোনো ধরনের মনোমালিন্য বা বিবাদ আছে কি না জানতে চাইলে শরিফুল জানান, স্ত্রীকে নিজেই অনেক টাকা খরচ করে তিন বছর আগে বিদেশ পাঠিয়েছিলেন বাড়তি আয়ের আশায়। প্রথম প্রথম টাকা পাঠালেও গত প্রায় ৬ মাস ধরে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই। খোঁজ নিয়ে জানতে পেরেছেন, স্ত্রী অন্য জনের সঙ্গে সম্পর্ক করেছেন। ফোনে তার সঙ্গে আর সংসার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্ত্রী সাবিনা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টঙ্গীতে আগুনে পুড়ল ৭ দোকান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734409832-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টঙ্গীতে আগুনে পুড়ল ৭ দোকান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/17/1458357" target="_blank"> </a></div> </div> <p>জানতে চাইলে নিখোঁজ জিডির তদন্তকারী কর্মকর্তা ও ফুলপুর থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন কালের কণ্ঠকে জানান, নিখোঁজ জিডির তদন্ত করার সময় শিশুদের মা পরিচয়ে এক নারী ফোন করে জানান, তিনি জর্দান থাকেন। তিনি তার সন্তানদের এক আত্মীয়ের মাধ্যমে নিয়েছেন। বর্তমানে শিশুরা ভালো আছে। কোথায় আছে এ কথা এখনই বলবেন না তিনি। কিন্তু এ কথার ওপর বিশ্বাস না করে তদন্ত কর্মকর্তা তার আইনি কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।</p>