<p>ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধলা স্টেশন সংলগ্ন স্থানে রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।</p> <p>জানা যায়, আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় ধলা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরবর্তী স্থানে রেললাইনের জোড়ায় বেঁকে ভেঙে যায়। এতে গফরগাঁও স্টেশনে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ও ধলা স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। খবর পেয়ে গফরগাঁও থেকে উপসহকারী প্রকৌশলী (পথ)-এর কার্যালয় থেকে সংশ্লিষ্ট লোকজন গিয়ে ভাঙা লাইনটি মেরামত করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।</p> <p>গফরগাঁও স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘লাইন ভাঙা থাকায় গফরগাঁও স্টেশনে মহুয়া কমিউটার ও ধলা স্টেশনে হাওর এক্সপ্রেস আটকা পরে। এতে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।’</p>