<p>কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজয় দিবসের ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপির পৃথক দুটি মামলায় বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহীন শিকদারসহ ৫৬ জনের নামে মামলা করা হয়। অপরদিকে বহিষ্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীরা উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মুস্তফা ও যুগ্ম আহ্বায়ক মামুন ব্যাপারীসহ ২৫ জন বিএনপির নেতাকর্মীর নামে মামলা করেছেন।</p> <p>গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বাসস্ট্যান্ড স্মৃতিসৌধে বিজয় দিবসের ফুল দিতে গেলে উপজেলা বিএনপি ও বহিষ্কৃত সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে ব‍্যাপক সংঘর্ষ ঘটে। এ সময় বহিষ্কৃত নেতার অনুসারী কামরুজ্জামান মোল্লা প্রতিপক্ষের দ্বারা লাঞ্ছিত হন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবশেষে নিখোঁজ সেই দুই শিশুর মা জানালেন, তারা তার জিম্মায় আছে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734426137-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবশেষে নিখোঁজ সেই দুই শিশুর মা জানালেন, তারা তার জিম্মায় আছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/17/1458414" target="_blank"> </a></div> </div> <p>পরে এ ঘটনার জের ধরে স্থানীয় কলেজ মোড়ে বহিষ্কৃত নেতার অনুসারীদের আক্রমণে উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক ফারুক হোসেন গুরুতর আহত হন। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এ সময় শাহীন শিকদারের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন। আহতদের মধ্যে সোহেল নামের একজন রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন।</p> <p>আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ ঘটনায় ফারুক হোসেন, তৌফিকুর রহমান তফিক ও কামরুজ্জামান মোল্লা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তাপ বিদ্যুৎকেন্দ্র : উৎপাদনে পটুয়াখালী, বন্ধ পায়রা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734410735-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তাপবিদ্যুৎ কেন্দ্র : উৎপাদনে পটুয়াখালী, বন্ধ পায়রা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/17/1458362" target="_blank"> </a></div> </div> <p>ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘উভয় পক্ষের তিনটি মামলায় ৮১ জন ও অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।’</p>