<p>খুলনার পাইকগাছায় পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সাবেক পৌর কাউন্সিলর হেমেশ চন্দ্র মণ্ডল (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে পাইকগাছা পৌরসভার বাতিখালি গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>হেমেশ চন্দ্র উপজেলার গড়ইখালীর হোগলারচক গ্রামের প্রভাষ মন্ডলের ছেলে। তিনি পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর ও  পৌর আওয়ামী লীগের সদস্য সচিব ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালটে : সিইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734427391-d4cf082170532e2d7e53e64237ac33db.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালটে : সিইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/17/1458420" target="_blank"> </a></div> </div> <p>নিহতের প্রতিবেশীরা জানায়, রবিবার দিবাগত গভীর রাতে বাতিখালি গ্রামের হেমেশ চন্দ্র মণ্ডলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। তখন তিনি পাশের বাড়িতে ঘুমিয়েছিলেন। খবর পেয়ে তিনি পালানোর জন্য ওই বাড়ির ছাদ থেকে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওবায়দুল কাদের দেশে লুকিয়ে ছিলেন তা জানত না সরকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734426997-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওবায়দুল কাদের দেশে লুকিয়ে ছিলেন তা জানত না সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/17/1458419" target="_blank"> </a></div> </div> <p>হেমেশের স্বজনদের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি বাতিখালি নিজবাড়ির দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী ফোর্স নিয়ে বাড়িতে হানা দেন। বিষয়টি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে হেমেশ পলানোর চেষ্টা করেন। টয়লেটের পাইপ বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে যান। এতে নিচে থাকা ইট-সুরকিতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও অজ্ঞান হয়ে পড়েন। পরে খুলনায় আনার পথে মারা যান।</p> <p>পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবদেল হোসেন কালের কণ্ঠকে বলেন, হেমেশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি ছাদ থেকে টয়লেটের পাইপ বেয়ে নামার সময় নিচে পড়ে আহত হন। পরে খুলনায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।</p>