<p>‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে’ সংবলিত লেখা খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রিনে ভেসে ওঠার ঘটনায় স্টেশনের ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলাম হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।</p> <p>এর আগে, শনিবার রাতে স্টেশন ভবনের প্রবেশমুখে ডিজিটাল স্ক্রিনে এমন লেখা দিয়ে শেখ হাসিনা ও ছাত্রলীগের প্রচারণা চালানো হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতের মধ্যেই বৃষ্টির আভাস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734252545-c8c291a2bc7d7f9113a5367cb57fe5d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতের মধ্যেই বৃষ্টির আভাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/15/1457720" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে এমন প্রচারণার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখে রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেন এবং মাস্টারকে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। রাত সাড়ে ৯টার দিকে ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাজমুল হোসেন ইমরান, সুমাইয়া বান্না, রুমি রহমানসহ কয়েকজন ছাত্র প্রতিনিধি বলেন, একশ্রেণির ষড়যন্ত্রকারী রেলওয়ের ডিজিটাল বোর্ডে একটি নিষিদ্ধ ছাত্রসংগঠনের নামে বক্তব্য দিয়েছে, এতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার এখনো বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি : রিজভী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734251667-6ab58e0d6b4c6363bea7280ced3898dc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার এখনো বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি : রিজভী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/15/1457717" target="_blank"> </a></div> </div> <p>সহকারী স্টেশন মাস্টার স্নিগ্ধা ঘোষ বলেন, ডিজিটাল বোর্ডের লেখা কোত্থেকে আসে, কে অপারেট করেন তা কিছুই তিনি জানেন না। যদিও তিনি শনিবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ডিউটিতে ছিলেন। তবে এ সময় স্টেশন ম্যানেজার মাসুদ রানার কক্ষ বন্ধ পাওয়া গেছে এবং তার মোবাইলটিও বন্ধ ছিল।</p> <p>খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার ফিরবে এমন একটি লেখা স্টেশনের ডিজিটাল স্ক্রিনে প্রচার হচ্ছে খবর পাওয়া মাত্রই রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। আসলাম এটি কন্ট্রোল করেছিল, স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।</p>