<p>খুলনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গা থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. ইয়াসিন আরাফাত ডালিম ও মো. সজল শিকদার।<br />  <br /> দলটির মিডিয়া সেলের আহ্ববায়ক মিজানুর রহমান মিলটন এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খেলাফত মজলিসের অনুরোধে কাউন্সিল পেছাল এবি পার্টি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734264811-52b0a72c3bc31704b624f5c7cbbf6540.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খেলাফত মজলিসের অনুরোধে কাউন্সিল পেছাল এবি পার্টি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/15/1457787" target="_blank"> </a></div> </div> <p>তিনি জানান, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নির্দেশে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। </p> <p>অবশ্য দলটির অপর একটি সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই বিএনপি নেতা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদকে মারধর করেন। বিষয়টি প্রথমে মৌখিকভাবে ও পরে লিখিতভাবে মহানগর নেতাদের জানানো হয়। তারা ঘটনার সত্যতা পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।</p>