<p>তেলবাহী দুটি রুশ জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে কৃষ্ণ সাগরে ডুবে গেছে। জাহাজ দুটিতে ২৯ জন ক্রু ছিলেন এবং এখন সেখানে তেল ছড়িয়ে পড়ছে। রুশ কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে।</p> <p>রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পরিবহন প্রসিকিউটরের অফিসের টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, প্রবল ঝড়ের সময় একটি ট্যাংকার দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং ডুবে যাচ্ছে। পানিতে তেলের ছাপও দৃশ্যমান ছিল।</p> <p>সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, অন্তত একজন ক্রু সদস্যর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং রুশ কর্তৃপক্ষ অপরাধমূলক অবহেলার তদন্ত করছে।</p> <p>দুর্ঘটনাটি ঘটেছে কের্চ প্রণালিতে, যা মস্কোর দখলকৃত ক্রিমিয়া থেকে রাশিয়াকে আলাদা করে। তাস জানিয়েছে, সেখানে উদ্ধার ও পরিষ্কার অভিযান চলছে, যাতে রয়েছে টাগ বোট, হেলিকপ্টার ও ৫০ জনেরও বেশি কর্মী।</p> <p>রাশিয়ার ফেডারেল সি অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট এজেন্সি রোসমরেচফ্লট একটি বিবৃতিতে বলেছে, ‘আজ কৃষ্ণ সাগরে ঝড়ের ফলে দুটি ট্যাংকার—ভলগোনেফট-২১২ ও ভলগোনেফট-২৩৯ ডুবে গেছে। জাহাজগুলোতে ১৫ ও ১৪ জন কর্মী ছিলেন। দুর্ঘটনার ফলে তেলের পণ্য (পানিতে) ছড়িয়ে পড়েছে।’</p> <p>সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিটি ট্যাংকারের ধারণক্ষমতা প্রায় চার হাজার ২০০ টন তেল। তবে তেল ছড়িয়ে পড়ার পরিমাণ এখনো পরিষ্কার নয়।</p> <p>সূত্র : বিবিসি</p> <p><iframe frameborder="0" height="800" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/mediazzzona/status/1868243581464395955" width="600"></iframe></p>