<p>‘হাউ সুইট’ নামের ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ। দুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি। এদিকে, আহত পাভেল সবশেষ অবস্থা নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন। তিনি বলেন, ‘আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কৃতজ্ঞতাবোধ ওই মানুষগুলোর প্রতি, যারা আমার কঠিন সময়ে পাশে ছিলেন। বিশেষ করে আমার মেন্টর কাজল আরেফিন অমি ভাই, জিয়াউল ফারুক অপূর্ব ভাই, আরফান মৃধা শিবলু ভাই, অ্যাডওয়ার্ড ভাই, বন্ধু পলাশ, বন্ধু তৌহিদ, ছোট ভাই শিমুল, সজীব, মামুন, রিজভী, তাওসিফ, নিরব, বিথী আপুসহ যারা আমার পাশে থেকে সাহস জুগিয়েছেন ও যারা হাসপাতালে আমাকে দেখতে এসেছেন ও ফোনে আমার খোঁজ-খবর নিয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ, ভালো কিছু হবে। সবাই ‘হাউ সুইট’র সঙ্গে থাকবেন। আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’</p> <p>এর আগে, হাউ সুইট’ নামের ওয়েব ফিল্মের নির্মাতা অমি তাদের সবশেষ অবস্থা নিয়ে জানিয়েছেন, খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা হাউ সুইট। দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্য শুটিং এর সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে।অপূর্ব ভাইয়া আল্লাহ এর রহমতে বড় কোনো ইনজুরড হয়নি কিন্তু আমাদের পাভেল আর ফারিন ইনজুরড।ডাক্তার জানায় খুব দ্রুত ওরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবে।ওদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায়।</p> <p>তিনি আরও বলেন, ‘আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই,এই কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি,আর করছি সেটা আপনারা কাজ টা দেখলে বুঝতে পারবেন।আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সকলের প্রতি,যারা আমার উপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন একটি সুপার কাজ দর্শকদের উপহার দিতে। হাসপাতালের বেডে শুয়েও আমার আর্টিস্টরা ভাবছে কিভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে! প্রতিটা ডিপার্টমেন্টের সবাই কে অনেক অনেক ভালোবাসা। ওয়েবফিল্মটিতে অপূর্ব-ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।</p> <p> </p>