<p>হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আমাদের হেফাজত বলে গালি দিতেন। আমরা সহ্য করেছি। ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সহকারী উপদেষ্টা খোদাবক্স ও জিএমপির কমিশনার নাজমুল করীম খান আওয়ামী লীগের দোসর। তাদের অপসারণ করতে হবে। আমরা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমা ময়দানে অবস্থান নিলাম। কোনো পরিস্থিতির সৃষ্টি হলে ওই দুই জনকে দায় নিতে হবে।’</p> <p>আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ব ইজতেমা ময়দানের ৬ নম্বর গেটের সামনে শুরায়ে নেজাম (জুবায়ের পন্থী) আয়োজিত সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশে মামুনুল হক এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশের ওপর হামলা : বিল দিয়ে পালিয়ে গেলেন তাহেরি, আটক ৬" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734248121-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশের ওপর হামলা : বিল দিয়ে পালিয়ে গেলেন তাহেরি, আটক ৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/15/1457702" target="_blank"> </a></div> </div> <p>মামুনুল হক বলেন, ‘আলেম সমাজের প্রতিনিধি ধর্ম উপদেষ্টা এখন দেশের বাইরে। এই সুযোগে খোদাবক্স ও কমিশনার নাজমূল করীম খান এসব করছে। একটি শান্তিপূর্ণ পরিবেশে মুরব্বিদের নিয়ে সমস্যা সমাধান করতে হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘সরকারি সিদ্ধান্ত মেনে আমরা আছি। যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে দায় ওই দুজনের। আমরা প্রয়োজনে তুরাগ নদীতে আমাদের রক্তে লাল করে দেব।’ </p> <p>সমাবেশে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য প্রদান করেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি আমানুল হক, মুফতি ফজলুল করিম কাসেমী ও মাওলানা মাসউদুল করিম প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাদপন্থীদের ৩৮ ঘণ্টার আলটিমেটাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734240351-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাদপন্থীদের ৩৮ ঘণ্টার আলটিমেটাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/15/1457673" target="_blank"> </a></div> </div> <p>আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। ২০ ডিসেম্বর সাদপন্থীরা জোড় ইজতেমা করবেন ও জুবায়েরপন্থীরা করতে দেবে না বলে বিরোধ চলছে। এ অবস্থায় উভয় পক্ষ পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে।</p>