<p>আফগানিস্তানে একটি কয়লাখনি ধসে পড়ায় ৩২ জন শ্রমিক আটকা পড়েছেন। উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশের দারা-ই সোফ পাইন জেলায় এ ধস হয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তা রবিবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।</p> <p>সামাঙ্গানের গভর্নরের মুখপাত্র এসমাত মুরাদি জানিয়েছেন, খনিটি স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ধসে পড়ে। এতে ৩২ জন আটকা পড়েছেন। তবে তাদের মধ্যে কতজন জীবিত বা মৃত, তা এখনো পরিষ্কার নয়।</p> <p>মুরাদি বলেন, ‘উদ্ধারকাজ সকাল থেকে চলছে। কিন্তু খনির প্রবেশপথ এখনো পরিষ্কার করা সম্ভব হয়নি।’</p> <p>এএফপির তথ্যানুসারে, আফগানিস্তানের খনিশিল্পে পর্যাপ্ত তদারকি ও সুরক্ষার অভাবে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। কয়লার পাশাপাশি আফগানিস্তানে মার্বেল, খনিজ, সোনা ও রত্ন পাথরের খনিও রয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে শ্রমিকরা সুরক্ষা সরঞ্জাম বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই অনুন্নত বা পুরনো পদ্ধতিতে কাজ করেন।</p> <p>এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাগলান প্রদেশে একটি কয়লাখনি ধসে অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়। ২০২০ সালের জুন মাসে সামাঙ্গানে গ্যাস বিস্ফোরণের কারণে একটি খনি ধসে সাতজন শ্রমিক নিহত হন। এরও এক বছর আগে বাদাখশান প্রদেশে একটি সোনার খনি ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়। একই প্রদেশে ২০২৩ সালের জানুয়ারিতে আরো একটি সোনার খনি ধসে পড়ে, তবে হতাহতের সংখ্যা জানা যায়নি।</p>