<p style="text-align:justify">ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ যখন রাস্তায় নামে, তখন কোনো স্বৈরাচার সরকার টিকে থাকতে পারে না।’</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর পল্লবীতে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তরের ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।</p> <p style="text-align:justify">এ সময় আমিনুল হক বলেন, ‘জনগণের অধিকার আদায়ের এই আন্দোলনে আমরা অনেককে হারিয়েছি। অনেকে এখনো মৃত্যুর মুখে রয়েছে। হাজার হাজার দেশমেমিক জনতা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। আমাদের জনগণের এই ত্যাগের কথা ভুলে গেলে চলবে না। দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যেতে হবে।’</p> <p style="text-align:justify">বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘জনগণের আন্দোলনের মুখে বিদেশ পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। সেখানে গিয়েও তিনি দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’</p> <p style="text-align:justify">এ সময়ে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>