বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দলের নির্দেশনা উপেক্ষা করে মোটরসাইকেল শোভাযাত্রা করে জনভোগান্তি সৃষ্টির জন্য সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তাঁদের এই নোটিশ দেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ‘দলীয় নির্দেশনা অমান্য করে আপনারা বরিশাল বিমানবন্দর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে নগরে প্রবেশ করেছেন।