<p>বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে আটক করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।</p> <p>একটি আভিযানিক দল তাকে ঢাকার সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে।</p> <p>মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের মামলায় গ্রেপ্তার দেখিতে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।</p> <p>দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, গত বছর ২৩ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের আলোকে মামলাটি করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর থাকাকালে এস কে সুরের বিরুদ্ধে অর্থপাচারে সহযোগিতার অভিযোগ ওঠে।</p>