ডিবি পরিচয়ে চট্টগ্রামে বাড়ছে অপরাধ

কাজী মনজরুল ইসলাম, চট্টগ্রাম
কাজী মনজরুল ইসলাম, চট্টগ্রাম
শেয়ার
ডিবি পরিচয়ে চট্টগ্রামে বাড়ছে অপরাধ

গত বছর ডিসেম্বর থেকে চলতি বছর ১৩ জানুয়ারি পর্যন্ত ডিবি পুলিশ পরিচয়ে চট্টগ্রাম মহানগরে দুটি অপহরণ ও একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ডিবি পরিচয়ে চট্টগ্রামে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করা হয়েছে। ডিবি পরিচয়ে অপহরণ বা ডাকাতি করতে গেলে সন্দেহ হলে পাশের থানাকে অবহিত বা ৯৯৯ নম্বরে কল করতে বলছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার কদমতলী পোড়া মসজিদ এলাকার নিজের দোকানের সামনে থেকে দিনের বেলা শুভাশিষ বসু নামের এক ব্যবসায়ীকে গোয়েন্দা পরিচয়ে (ডিবি) মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। গাড়িতে তুলে চোখ বেঁধে তাঁর দুই হাতে হাতকড়া লাগিয়ে দেওয়া হয়। গাড়িতে তোলার দুই ঘণ্টা পরে তাঁকে একটি বাসায় ঢোকানো হয়। ওই সময় তাঁর কাছে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরে তিন লাখ টাকা মুক্তিপণ নিয়ে শুভাশিষকে টিটু চৌধুরী হাট এলাকায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ৬ জানুয়ারি চট্টগ্রামের সদরঘাট থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। পরে অভিযান চালিয়ে হাটহাজারী থেকে মাইক্রোবাসের চালক রায়হানকে গ্রেপ্তার করা হয়। রায়হান পুলিশকে জানিয়েছেন, এই অপহরণের ঘটনায় সাতজন জড়িত।

এ বিষয়ে শুভাশিষ বসু কালের কণ্ঠকে বলেন, অপহরণের ঘটনায় মামলা করেছি। ঘটনায় জড়িত মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে আমার দোকানের সামনে নামতেই দুজন যুবক ধাক্কা দিয়ে একটি মাইক্রোবাসে তুলে ফেলে আমাকে। দোকানের কর্মচারীরা বাধা দিলে অপহরণকারীরা নিজেদের ডিবির লোক পরিচয় দেয়।

মাইক্রোবাসে ওঠার পর আমার হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হয়। একটি গামছা দিয়ে চোখ বাঁধা হয়। ওই সময় গাড়িতে চারজন ছিল। এক পর্যায়ে তারা মুক্তিপণ দাবি করে।

চট্টগ্রামের সদরঘাট থানার ওসি আব্দুর রহিম কালের কণ্ঠকে বলেন, কদমতলী থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় কারা জড়িত সেই তথ্য পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে কারা জড়িত তা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।

ভবনের কেয়ারটেকার আবদুল আজিজ বলেন, পুলিশ পরিচয় দিয়ে তারা ভবনে প্রবেশ করে। তারা একটি বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হয় না। অপরাধীরা বিভিন্ন সময়ে অপরাধ করার জন্য বিভিন্ন ধরনের পরিচয় ধারণ করে। যেহেতু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাম-পরিচয় ব্যবহার করে অপরাধ করছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অপরাধীকে গ্রেপ্তার করছি। ডিবি সাদা পোশাকে থাকে। সাদা পোশাকে অভিযান করার কারণে অপরাধীরা এই সুযোগ নেওয়ার চেষ্টা করে। এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় নিয়ে আসব।

মন্তব্য

সম্পর্কিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোটার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা

শেয়ার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোটার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে গতকাল বঙ্গভবনে সাক্ষাৎ করেন ঢাকা রিপোটার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা। ছবি : পিআইডি
মন্তব্য

এনএসইউতে ‘মাস্টার্স অব আইডিয়েশন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এনএসইউতে ‘মাস্টার্স অব আইডিয়েশন’

দেশের অন্যতম বৃহৎ ও প্রতীক্ষিত কৌশলভিত্তিক ব্যাবসায়িক প্রতিযোগিতা মাস্টার্স অব আইডিয়েশন চার বছরের বিরতির পর আরো বিস্তৃত ও সুদূরপ্রসারী পরিসরে ফিরে এসেছে। গত ৬ জানুয়ারি নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার্স সোসাইটিতে (এনএসইউ ইয়েস!) পুনরাগমন করছে মাস্টার্স অব আইডিয়েশন। আগ্রহী ও প্রতিভাবান তরুণ প্রজন্মকে বাণিজ্যিক দুনিয়ায় প্রবেশ করার আগেই প্রস্তুত করার লক্ষ্য নিয়েই সেবা হোল্ডিং লিমিটেডের উপস্থাপনায়, এস্টে মেডিক্যাল বাংলাদেশের পরিচালনায় এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সৌজন্যে পুনরাগমন করছে মাস্টার্স অব আইডিয়েশন। এনএসইউ ইয়েস! ৩০ বছরের গৌরবময় একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংগঠন, যা তরুণ উদ্যোক্তাদের সফল হতে প্রয়োজনীয় প্রতিটি দিক নির্দেশনায় সহায়তা করতে বদ্ধপরিকর।

এই বহু প্রতীক্ষিত কৌশলভিত্তিক ব্যাবসায়িক প্রতিযোগিতার বাংলা প্রিন্ট মিডিয়া পার্টনারদের মধ্যে আছে কালের কণ্ঠ, সোশ্যাল মিডিয়া পার্টনার নাটশেল টুডে, মোবিলিটি পার্টনার জিপ

 

মন্তব্য

লুৎফুজ্জামান বাবর হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
লুৎফুজ্জামান বাবর হাসপাতালে ভর্তি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী মো. হায়দার। তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। পরে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। উল্লেখ্য, ২০০৭ সালে আওয়ামী লীগ সরকারের সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ১৭ বছর কারাবন্দি ছিলেন লুৎফুজ্জামান বাবর। গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে তিনি মুক্তি পান।

মন্তব্য
সংক্ষিপ্ত

সাত দিনের মধ্যে বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাত দিনের মধ্যে বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি

সাত দিনের মধ্যে বিয়ের ওপর বিগত সরকারের আরোপিত কর প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান। তাঁরা বলেন, বিয়ের ওপর কর আরোপ ইসলামবিরোধী। অবিলম্বে এই কর বাতিল চাই।

কর্মসূচিতে মূল বক্তব্য তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জুবায়ের সাদী, সাব্বির আহমেদ, সানাউল্লাহ খান, মাহমুদ হাসান প্রমুখ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ