শোবিজের একসময়ের জনপ্রিয় মুখ তমালিকা কর্মকার। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে কাজ থেকে দূরে রয়েছেন তিনি। বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।
শোবিজের একসময়ের জনপ্রিয় মুখ তমালিকা কর্মকার। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে কাজ থেকে দূরে রয়েছেন তিনি। বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।
সোমবার (২০ জানুয়ারি) তমালিকা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। এরই মধ্য দিয়ে নিশ্চিত হয়ছে, তিনি বিয়ে করেছেন। অভিনেত্রীর স্বামীর নাম প্রভীন। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি।
সোমবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তমালিকা। শুধু তাই নয়, স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ক্যাপশনে তমালিকা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।
অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নাজনীন চুমকি, মাসুম রেজা, আঁখি আলমগীর, শারমীন জোহা শশী, গোলাম ফরিদা ছন্দা, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ।
জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগে হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তাঁরা দুজন প্রেমের সম্পর্কে জড়ান। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন।
সম্পর্কিত খবর
সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা নিয়মিত তার সমাজমাধ্যমে নজর রাখেন। এবার ভারতীয় অনুরাগীদের সেই ভালবাসা ফিরিয়ে দিতে গিয়েই বিপাকে পড়লেন হানিয়া।
কিছু দিন আগেই হলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। কয়েকটি ছবিতে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সুসময় কাটাচ্ছেন তিনি।
এই পোস্ট দেখে হানিয়াকেও শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা।
হানিয়ার এই ছবিতে এক নিন্দুককে মন্তব্য করেন, “আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তা হলে বলিউডে আপনি যথেষ্ট ভালোবাসা পাবেন।” আর এক নিন্দুকের কথায়, “লজ্জা হওয়া উচিত।
তবে পাকিস্তানের একনিষ্ঠ অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন হানিয়ার। এক অনুরাগী লিখেছেন, “এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু বিষয় থাকে।”
প্রসঙ্গত, হানিয়া আমিরকে সর্বশেষ দেখা গেছে পাকিস্তানি নাটক ‘কাভি ম্যায় কাভি তুম’-এ।
তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা—এমন কথার গানটি অনেক বছর আগের হলেও এখনো মানুষের মুখে মুখে ফিরে। তরুণ মুন্সীর লেখা জুয়েল-বাবুর সুরে খালিদের গাওয়া অসম্ভব জনপ্রিয় গান ‘সরলতার প্রতিমা’ নতুন আবহে কণ্ঠে তুলেছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী টিনা রাসেল। তৈরি করেছেন একটি ভিডিও। আর সেটি শিল্পী নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।
গতকাল ১৮ মার্চ ছিল নব্বই ও শূন্য দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদের প্রথম মৃত্যুবার্ষিকী। তার স্মরণেই নতুন আবহে গানটি উন্মুক্ত করেন এই গায়িকা।
গানটি প্রকাশ প্রসঙ্গে টিনা বলেন, ‘একজন সত্যিকারের শিল্পীর কখনো মৃত্যু হয় না, কারণ তারা বাঁচেন তাদের কর্মে। প্রিয় শিল্পী খালিদ ভাইয়ার ‘সরলতার প্রতিমা’ জীবনভর শুনে এসেছি, আজ খুব শ্রদ্ধাভরে স্মরণ করে গানটা শেয়ার করলাম সবার জন্য।
খালিদের এই গানটি টিনার কণ্ঠে প্রকাশের পর থেকে শ্রোতা-দর্শকরা ভালোই মুগ্ধতা প্রকাশ করছেন ইউটিউব ও ফেসবুকে মন্তব্যের ঘরে।
প্রসঙ্গত, টিনা রাসেল এই প্রজন্মের অন্যতম সমৃদ্ধ কণ্ঠশিল্পী।
অন্যদিকে ১৯৮১ সালে খালিদের গানের জগতে যাত্রা।
সদ্যই দুবাইতে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ট্রফি নিয়ে দেশে ফিরতেই শুরু আইপিএলের আমেজ। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আইপিএলের ১৮তম আসর শুরু হতে যাচ্ছে ২২ মার্চ থেকে। কলকাতার ইডেন গার্ডেনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবারের আসর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইপিএলের উদ্বোধনীতে শাহরুখ খানের পাশাপাশি হাজির থাকতে চলেছেন সালমান খানও! এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল এবং সঞ্জয় দত্তও সেদিন উপস্থিত থাকবেন ইডেন গার্ডেনে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন। তাই আইপিএলের উদ্বোধনী সন্ধ্যা যে অত্যন্ত বিশেষ হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই অনুরাগীদের।
এর আগেই জানা গিয়েছিল, এবারের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে। অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন।
অভিনয় হোক কিংবা গানে, একটা সময় নিয়মিত ছিলেন প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা আহমেদ। সংসার, চাকরি সামলে এখন মাঝেমধ্যে পর্দায় দেখা দেন তিনি।
এবারের ঈদুল ফিতরে একাধিক অনুষ্ঠান নিয়ে ফিরছেন এই অভিনেত্রী। তাকে অনুষ্ঠান উপস্থাপনাও করতে দেখা যাবে, আবার অতিথি হিসেবেও।
জানা গেছে, আসন্ন ঈদে গাজী টেলিভিশনে প্রচারিত হবে ঈদের বিশেষ রান্নার অনুষ্ঠান ‘পুষ্টি ঈদের রান্না’। এটি উপস্থাপনা করতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। যা ঈদের দিন থেকে সাত দিন প্রচারিত হবে। এ ছাড়া প্রায় দুই দশক পর তাকে দেখা যাবে বিটিভির ‘ইফতারের রসুইঘর’ অনুষ্ঠানে।
ঐন্দ্রিলা আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘এবার ঈদের বেশ কিছু অনুষ্ঠান করেছি। গাজী টিভিতে প্রতিবছর ঈদেই ‘পুষ্টি ঈদের রান্না’ অনুষ্ঠানটি উপস্থাপনা করি। এবারের মজার বিষয় হচ্ছে, সাত দিন সাতটি দেশের রান্নার রেসিপি দেখানো হবে।
উপস্থাপনায় দেখা গেলেও এবার তাকে অভিনয়ে কিংবা গানে পাওয়া যাবে না বলে জানালেন তিনি। বললেন, ‘আমি তো কাজ করতেই চাই।